শিল্পাঞ্চল আশুলিয়ায় ঢিলেঢালা লকডাউন, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

শিল্পাঞ্চল আশুলিয়ায় একেবারেই ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। বুধবার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেক পোষ্ট থাকলেও মহাসড়কে অবাধে চলাচল করতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষকে।
তবে গণপরিবহন না থাকায় অটোরিক্সা বা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে।
হাট বাজার ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় থাকা দূরের কথা ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। ভোর থেকেই বাজারগুলোতে ছিল ক্রেতা সাধারণের ভিড়।
দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও মহাসড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অনেক। ব্যক্তিগত গাড়িতে করেই অনেকেই যান দূরের পথ।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে অধিকাংশ তৈরি পোশাক কারখানা বন্ধ থাকলেও সীমিত পরিসরে বেশকিছু কারখানা খোলা থাকতে দেখা গেছে। উপজেলার কোথাও পহেলা বৈশাখ পালন করতে দেখা যায়নি।
সড়ক মহাসড়কের কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে আর্থিক দন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, লকডউনের আগের দিন থেকে অনেকের বাড়ি ফিরতে ছিল উপচে পড়া ভিড়। বুধবার সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকলে এর রেশ ধরে অনেকেই রওনা হন বাড়ির পথে।
তবে এভাবে স্বাস্থ্যবিধি অমান্য করলে লকডাউন বাস্তবায়নে আগামী কয়েকদিন কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।