নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আজ রোববার দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৪) সিআইডি নারায়ণগঞ্জ জেলায় কনস্টেবল পদ মর্যাদায় কর্মরত ছিলেন।
তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নিয়াব গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ গোল চত্বরের সামনে দুই যাত্রীসহ ওই মোটরসাইকেল কে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন নিহত হন। অপর জনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই কাভার্ড ভ্যানটি দ্রুত বেগে পালিয়ে গেলে ইটাখোলা হাইওয়ের পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।