ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


সন্ত্রাসী মামুনের সহায়তায় বাড়ি দখল, ভুক্তভোগীদের মানববন্ধন


২০ ডিসেম্বর ২০২০ ২২:১৯

ভারতে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুনের সহযোগিতায় পল্লবীর কয়েকটি বাড়ি দখলের অভিযোগ উঠেছে আমির হোসেন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

রবিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পল্লবীর সাধারণ বাসিন্দাদের আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করা হয়।

এসময় ভুক্তভোগী মোঃ শাহীন বলেন, আমির হোসেন একজন আদম ব্যবসা করে বহু মানুষের অর্থ আত্মসাৎ করেছে। হিজ্বে পাঠানোর নামে প্রায় দেড় শতাধিক মানুষের কাছ থেকে লাখলাখ টাকা হাতিয়ে নিয়েছে এই আমির হোসেন। ভুক্তভোগীরা বেশ কয়েকবার তাকে আটকে রেখে নিজের টাকা-পয়সা উদ্ধার করার চেষ্টা করেছেন। হঠাৎ করে ভারতে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুনের সাথে সসখ্যতা হওয়ায় সে এখন উল্টো ভুক্তভোগীদের ধমকি-ধামকি দিচ্ছে।

তিনি বলেন, পল্লবীর ১৫২/১৬, রোড - ৯/২, ব্লক-বি সেকশন ১২ ঠিকানায় নির্মিত বাড়িটি কেনার কথা বলে বাড়ির মালিক মোঃ সোহাগকে অল্প কিছু টাকা বায়না করেন আমির। পরে রাতের অন্ধকারে শীর্ষ সন্ত্রাসী মামুন ও জামিলের গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে জোরপূর্বক পুরো বাড়িটি দখল করে ফেলেন। পরে হাইকোর্টে মামলা করে পুরো বাড়িটি দখলে নিয়েছে এই ভূমিদস্যু।

আরেক ভুক্তভোগী মোঃ সাদ্দাম হোসেন বলেন,মিরপুর ১১ নান্নু মার্কেট সংলগ্ন ৯নং রোডের ৫ নং বাসাটিতে কৌশল করে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করে। পরে শীর্ষ সন্ত্রাসী মামুনের সহযোগিতায় সেটাও দখল করে।

তিনি আরো বলেন, তার এসব অপরাধের শাস্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেও পুলিশের কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা আমাদের দখলকৃত জমি ফেরত পাওয়াসহ ভূমিদস্যু আমিরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।