ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত


২৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৬

সংগৃহীত

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ারলেস গেট এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম সিয়াম। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা একটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করে। ককটেলটি সরাসরি ওই যুবকের মাথার ওপর পড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।