ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


করোনায় আক্রান্ত ডা. এবিএম আব্দুল্লাহর সহধর্মিনী


১৮ ডিসেম্বর ২০২০ ১৮:৪৮

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত। গত মঙ্গলবার কভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় ও কিছু উপসর্গ থাকায় তাঁকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার কভিড টেস্টে তাঁর সহধর্মিণী, তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগমের রিপোর্টও পজিটিভ এসেছে। এরপর তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. এ বি এম আব্দুল্লাহ দম্পতির একমাত্র মেয়ে ডা. সাদিয়া সাবাহ্ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আব্বু-আম্মু দুজনেরই কভিড পজিটিভ হওয়ায় আমরা আসলে খুব টেনশনে আছি। তবে আল্লাহর অশেষ রহমতে আম্মুর হালকা জ্বর-সর্দি এবং আব্বুর শারীরিক দুর্বলতা, মুখের স্বাদ না পাওয়া ছাড়া এই মুহূর্তে বড় ধরনের কোনো জটিলতা নেই। দুজনের অক্সিজেন স্যাচুরেশনও ভালো।

পিতা-মাতার আশু রোগমুক্তির জন্য সব মহলের কাছে দোয়া কামনা করেছেন ডা. সাদিয়া সাবাহ।

উল্লেখ্য, অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা হচ্ছে। বুধবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি তাঁকে টেনশনমুক্ত থেকে ধৈর্য ধরার পরামর্শ দেন।