ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


আলহামদুলিল্লাহ, অন্যান্য জটিলতা তেমন নেই: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ


১৭ ডিসেম্বর ২০২০ ১৯:০৬

‘‘শারীরিকভাবে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা নেই। এখন অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, অন্যান্য জটিলতা তেমন নেই। হালকা কাশি আছে। ফুসফুসে সামান্য কিছু সংক্রমণ ধরা পড়েছে। তবে চিন্তার কিছু নেই। এছাড়া আপনাদের সবার দোয়া তো রয়েছেই।’’

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনের অপর প্রান্ত থেকে এভাবেই নিজের শারীরিক অবস্থার সম্পর্কে জানালেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন একুশে পদক প্রাপ্ত ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক।

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াকামনা করেছেন ডা. এবিএম আব্দুল্লাহ।

উল্লেখ্য, কয়েক দিন থেকেই সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন এবিএম আব্দুল্লাহ। অবস্থান করছিলেন বাসায়। এরপর গত সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। পরে ওইদিন বিকালেই হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ।