ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


থানা হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না: আইজিপি


১৫ ডিসেম্বর ২০২০ ২০:০৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানা হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না। থানা জনগণের নিরাপদ আশ্রয় স্থান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


বেনজীর আহমেদ বলেন, ‘কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনো জায়গা হবে না।’

আইজিপি বলেন, ‘সমাজে কোনো অপরাধ হলে মানুষ আইনের দ্বারস্ত হয়। আর সে জন্য প্রথমেই বেছে নিতে হয় থানাকে। থানায় এসে অভিযোগ করেন। কিন্তু সেখানেই যদি মানুষকে হত্যার পরিকল্পনা করা হয় তা কোনোভাবেই মেনে নেওয়া করা যায় না। আর এই ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যত উচ্চপদস্ত কর্মকর্তা হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’