মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সুলতানুল আজম খান আপেল

সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। বাদ নেই মানিকগঞ্জ জেলাও। এই উপলক্ষে সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল।
এ সময় সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একারণে মানিকগঞ্জের ৮২টি পেশাজীবী সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে।
তিনি আরো বলেন , নির্বাচিত হলে পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করবেন উল্লেখ তিনি তিনি ২২-দফা কাজ করার অঙ্গীকার করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেনসিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, মো: লাভলু মিয়া, আয়নাল হক প্রমুখ।
মানিকগঞ্জ পৌরবাসী এবার পৌর পিতা হিসেবে আ ফ ম সুলতানুল আজম খান আপেল দেখতে চায়।