জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় আবারো শীর্ষে বাংলাদেশ

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারো শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।’
জাতিসংঘের কার্যক্রমে ৬ হাজার ৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে অবস্থান ইথিওপিয়ার। অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার ৬ হাজার ৩২২ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।
এ তালিকায় চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে নেপাল, ভারত ও পাকিস্তান। নেপালের ৫ হাজার ৬৮২, ভারতের ৫ হাজার ৩৫৩ ও পাকিস্তানের ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে।
১৯৮৮ সালে প্রথম জাতিসংঘে ইউনিফর্মধারী কর্মী মোতায়েন করে বাংলাদেশ। সে সময়ে তাদের ইরান-ইরাক যুদ্ধবিরতি মনিটরে সাহায্য করতে মোতায়েন করা হয়েছিল।
গত তিন দশকেরও বেশিকাল ধরে বহু দেশে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।