ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত


৩ আগস্ট ২০২০ ০৬:০৪

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৩০ জুলাই নমুনা দিয়ে ছিলেন তারা। রবিবার তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তারা দুজইন বাসায় আছেন এবং সুস্থ আছেন।

তাদের করেনাক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, তারা দুজনেই বাসায় আছেন এবং সুস্থ আছেন। তাদের দ্রুত করোনামুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।