ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


মাদক বিরোধী অভিযানে তৎপর ধামুইরহাট থানা পুলিশ


৩১ জুলাই ২০২০ ০৩:০০

ছবি সংগৃহীত

সম্প্রতি মাদকের অবস্থান জিরো টলারেন্সে নিয়ে আসার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃআব্দুল মান্নান এর দিক নির্দেশনায় ও ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআব্দুল মোমিন এর নেতৃিতে ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই অরুপ কুমার সাহা , এসআই সবুজ, এ,এস,আই শহিদুল্লাহ,এ,এস আই জাহিদ হাসান, এ,এস আই মেহেরুল্লাহ,সহ ধামুইরহাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিনিয়ত নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ধামুইরহাট থানা পুলিশের নিয়মিত অভিযানে উপজেলার ধামুইরহাট ইউনিয়নের, হরতিডাঙ্গা,রুপনারায়নপুর,দৌলতপুর,ইসবপুর ইউনিয়নের ধুরইল সহ আরো কয়েকটি স্পটে ওসি’র বিশেষ নজরদারির কারণে ইদানিং ওই সব স্পটে কমে গেছে মাদককারবারী ও জয়পুরহাট, ও নওগাঁ থেকে আগত সেবীদের আনাগোনা। কোণঠাসা হয়ে পড়েছে এসব এলাকার মাদক পাচারকারী ও ব্যবসায়ীরা।

আগে মাদক কারবারীদের নির্দিষ্ট স্পট থাকলেও ধামুইরহাট থানা পুলিশের তৎপরতায় এখন এলাকায় মাদকের নির্দিষ্ট কোন আস্তানা নেই। বহুবার আস্তানা তৈরি করতে চাইলেও পুলিশের বিশেষ নজরদারিতে তারা ব্যর্থ হয়েছে।

পুলিশের অভিযানে শতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কুখ্যাত দাগী কয়েকজন আসামীকে গ্রেফতার করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশের নিয়মিত টহলের কারণে অনেকে মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।

একদিকে মাদক পাচারকারী অন্যদিকে বহনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনরাত চলছে বিশেষ অভিযান। এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা আর জনমনে ফিরছে অনেকটাই স্বস্তি।

ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআব্দুল মোমিন বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সকলের সহযোগীতায় অল্প সময়ের ভেতরে এই উপজেলাকে মাদক মুক্ত করে গড়ে তুলবো এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ধামুইরহাট উপজেলাকে মাদকমুক্ত করতে ধামুইরহাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ অভিযানে ইতোমধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশ সুপার মোঃআব্দুল মান্নান জানান মাদক ব্যবসা বন্ধে জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন, ছাড় দেয়া হবে না। তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।