ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যপ্রতিমন্ত্রীর যোগদান


২৯ জুলাই ২০২০ ০১:২৪

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ। রাজধানীর পান্থকুঞ্জ পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যপ্রতিমন্ত্রী জনাব মুরাদ হোসেন এমপি। টিসিএর সভাপতি শেখ মাহবুব আলমের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে টিসিএর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ‘স্বপ্নের বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং করোনা মহামারী সময় সংবাদকর্মীদের চাকরীচ্যুত না করার জন্য সকল সংবাদ ম্যাধমের মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পান্থকুঞ্জ পার্কে কয়েকটি বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন তথ্যপ্রতিমন্ত্রী।এসময় দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন, টিসিএ সভাপতি শেখ মাহবুব আলম ।