হাসপাতালগুলোতে আস্থার পরিবেশ তৈরি করতে হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা চিকিৎসায় হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। সরকারি বাসভবন থেকে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষের যে বিশ্বাস নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতা হয়ে সেবা দিতে হবে।
এসময় বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না।