ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


বুড়িগঙ্গায় লঞ্চডুবি ঘটনায় ময়ূর-২ লঞ্চের ২ চালক গ্রেফতার


১৫ জুলাই ২০২০ ১৯:১৯

ছবি সংগৃহীত

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার আসামি ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে সদরঘাট নৌ-পুলিশ স্টেশন। নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেফতার করে বলে জানানো হয়।

এর আগে গত ২৯ জুন সকালে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের দোতলা লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় পরে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।

ইতোমধ্যে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ এবং মাস্টার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করে র‍্যাব।

এ দিকে মামলাটি তদন্তে ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।