ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


বসুন্ধরা হাসপাতালে করোনা চিকিৎসা শুরু সোমবার, উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী


২ মে ২০২০ ০১:০২

বসুন্ধরা করোনা হাসপাতাল

করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসি-বি) বসুন্ধরা করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে আগামী সোমবার (৪ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ হাসপাতালের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইসিসি-বির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

শুক্রবার (১ মে) নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, একজন পরিচালক ও দু’জন উপ-পরিচালককে নিয়োগ দেওয়াসহ হাসপাতাল পরিচালনায় তৈরি মডিউল বিষয়ে একাধিক সভা হয়েছে। আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু যেকোনো সময় তারা এলে কাজ শুরু করতে পারবেন।

এসবের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে, আগামী ৪ মে বসুন্ধরা করোনা হাসপাতাল শুরুর যে পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, সেটা আর থেমে থাকছে না বলেও মন্তব্য করেন এম এম জসীম উদ্দিন। বলেন, আমার মনে হয় নির্দিষ্ট সময়েই আমরা শুরু করতে পারবো। আশা করছি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির উদ্বোধন করবেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আমরা- দু’পক্ষই অধিদপ্তরে অনুরোধ জানিয়েছি। আমরা অনুরোধ করেছি এজন্য যে, এটি জনগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে থাকবে এ ঘটনা। তাই আমরা চাই, আমাদের সরকার প্রধানই এর উদ্বোধন করুন।

দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসি-বিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে পরবর্তী সময়ে এটিকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতোদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, ততোদিন আইসিসি-বিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

নতুন সময়/এআর