ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


ঐকমত্য কমিশনের ২য় ধাপে ১৬তম দিনের বৈঠক চলছে


২১ জুলাই ২০২৫ ১৫:০৬

সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ২য় পর্যায়ের ১৬তম দিনের বৈঠক চলছে। রোববার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে।

 

আজকের বৈঠকে আলোচনা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, কমিশন বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেছে তার মধ্যে অন্ততপক্ষে আটটি বিষয়ে ঐকমত্যে আসা সম্ভব হয়েছে।

 

কেউ কোনও বিষয়ে দ্বিমত পোষণ করলে, তা জাতীয় সনদে উল্লেখ করা হবে। আগামীকাল বা পরশুর মধ্যে উচ্চকক্ষ নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। কমিশন মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই একমত হয়েছে।