ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত


৫ এপ্রিল ২০২০ ২২:১৯

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের কারণে ওইদিনের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আগের ছুটির ধারাবাহিকতায় আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও এ ছুটির সঙ্গে যুক্ত হবে।

এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল সাধারণ ছুটি।

গত ৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যু ৯ জন এবং সংক্রমণ হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু ও নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন।