ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


করোনাভাইরাস: মাকে হারালেন হাবিবুল বাশার সুমন


২৯ মার্চ ২০২০ ০৫:০০

বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনেড় মা মারা গেছেন।

শনিবার দুপুরে ইন্তেকাল করেন হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম। কিন্তু পরিবারের সদস্যদের নিষেধে তিনি মায়ের শেষযাত্রায় যেতে পারেননি।

এদিকে  দুপুরে মায়ের মৃত্যুসংবাদ পেয়েই ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এই নির্বাচক।

কিন্তু করোনাভাইরাসের কারণে কুষ্টিয়া থেকে হাবিবুলের স্বজনরা তাকে নিষেধ করেন আসতে।

দুপুরে হাবিবুল বাশার জানান, এ বিষয়ে তার সিদ্ধান্তহীনতার কথা। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তই মেনে নেন তিনি।

৫ দিন আগের দেখাই শেষ দেখা হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে হাবিবুল জানান, সন্ধ্যায় বাদ মাগরিব পৌর গোরস্থানে দাফন করা হয়েছে হাবিবুলের মায়ের লাশ। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন হাবিবুল।

নতুনসময়/আনু