ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সানি লিওনের ‘কামসূত্র নতুন চমক


২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৭

ফাইল ফটো

আবারও নতুন করে ভক্তদের চমক দিতে প্রস্তুত সাবেক পর্নোস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ‘কামসূত্র’ নামের একটি ওয়েব সিরিজে। নতুন কাজে নাম লিখিয়েছে তিনি। সেই আগের সানির দেখা মিলবে এখানে।

একতা কাপুরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করলেন তিনি সানি লিওনকেই নেবেন। আগে এই নির্মাতার ‘রাগিণী এমএমএস’ ছবিতে অভিনয় করেছিলেন সানি।

কামসূত্র প্রাচীন ভারতীয় পণ্ডিত মল্লনাগ বাৎস্যায়নের লেখা সংস্কৃত সাহিত্য। এই বইটি থেকেই একতা ওয়েব সিরিজ বানাতে চান। ভারতীয় এক গণমাধ্যমের খবর, এবার একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’তে সানি লিওন অভিনয় করবেন। এরই মধ্যে নির্মাতার সঙ্গে এ বিষয়ে সানি লিওনের আলোচনাও হয়েছে।

এর আগে ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’ ৷ অন্য দেশে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের সেন্সরের চৌকাঠ পেরোতে পারেনি ছবিটি। এবার দেখা যাক ওয়েব সিরিজটির ভাগ্যে কী জোটে।

নতুনসময়/এসএম