ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


তিন বছরের ছোট রাঁধুনির বড় খাবার (ভিডিও)


১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬

স্বাদে ও ঘ্রাণে অন্যান্য মাছকে পেছনে ফেলা মাছের নাম ইলিশ। এই মাছের যেমন স্বাধ তেমনই পুষ্টিভরা। এই পুষ্টিকর মাছ যখন কোন তিন বছরের ছোট রাঁধুনির হাতের বড় খাবার হয় তখন খাবারটি খুবই আনন্দের হয়।  
 
তবে শুধু এই রাঁধুনির কথাই নয় বাংলার ঘরে ঘরে যত রাঁধুনি এই রুপালি মাছ রান্না করেন ঠিক তখনই কাউকেই আর কষ্ট করে খেতে ডাকতে হয় না। সময় মতো সবাই টেবিলে হাজির হয়। 
 

তারপর খাওয়ার তালে তালে চলে রাঁধুনির প্রশংসা, তবে হ্যা এই প্রশংসা কোন হাওয়া বা পাম হিসেবে নেন না রাঁধুনিররা তারা ভালো করেই জানেন আজকের প্রশংসার মধ্যে কোন ফর্মালিন নেই।  তবে বউরা স্বামীর কাছে কোন আবদার করার পর যদি সেটা না আনতে পারে তাহলে ঘরে ফিরে চলে ফর্মালিনযুক্ত পাম বা হাওয়া।   আর তখনই রাঁধুনিরা সব হাওয়া বুঝেও মেনে নেন।  
 
এদিকে তিন বছরের রাঁধুনি বেশ জমিয়েই রান্নাটা করেছেন সেখানে যদি বিশ্বাস না হয় ভিডিওটি দেখুন।  
 
আরআইএস