ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


২৮তম বিসিএস স্বাস্থ্যের ডাঃ অসীম চক্রবর্তী সভাপতি ও ডাঃ নীতিশ কৃষ্ণ দাস সেক্রেটারি


১৭ নভেম্বর ২০২০ ২০:২৬

ছবি- সংগৃহিত

২৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ডাঃ অসীম চক্রবর্তী সভাপতি ও ডাঃ নীতিশ কৃষ্ণ দাস সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

ডাঃ অসীম রাজধানীর মিডফোর্ড হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে এবং ডাঃ নীতিশ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আটাশতম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটারের ৫৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

নির্বাচনে ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।