ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নদী থেকে লাশ উদ্ধার


২ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে কল্লা শহীদের মাজারের পশ্চিম পাশে সান্দিয়ারা নদীতে একটি নৌকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জহির (৪৫)। তার বাড়ি সিলেটে। তিনি কল্লা শহীদের মাজারে থেকে শ্রমিকের কাজ করতেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, রোববার সকালে সান্দিয়ারা নদীতে একটি নৌকা থেকে জহির নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তার মরদেহের গলায় গামছা বাঁধা ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একেএ