ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নরসিংদীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩

ফাইল ফটো

 

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা মহিলা দল। সোমবার বাদ যোহর জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর সংক্ষিপ্ত আলোচনা করেন নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি ঊন্মে সালমা মায়া।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহামেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফাতেমা ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা হামিদ শিল্পী, সহ- সভাপতি পারভীন হোসেন সহ- সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ আরিফিনা আসাদ, তানিয়া সরকার, শেফালী রহমান, নাজনীন, দিলরুবা, রুপা ও জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।