সংরক্ষিত আসনে মনোনয়নপত্র নিলেন শাহীন মোহাম্মদ
 
                                নারায়ণগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মিসেস শাহিন মোহাম্মদ।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, মিসেস শাহীন মোহাম্মদের স্বামী গোলাম মোহাম্মদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জোষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম ভাবে বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যার পর মিসেস শাহীনের স্বামী গোলাম মোহাম্মদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে হত্যার প্রতিবাদ করেছেন।
মিসেস শাহিন তার পরিবারসহ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির পাশেই বসবাস করছেন। মিসেস শাহিন ও গোলাম মোহাম্মদ দম্পতির দুই ছেলে সন্তান আছে।
মিসেস শাহীন মোহাম্মদ বলেন , আমি কখনও পদ পদবির জন্য রাজনীতিতে আসিনি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে এবং মানুষের পাশে দাঁড়ানো ও সমাজসেবা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
আসন্ন নির্বাচনে জয়লাভ করলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণের ধারাবহিকতা অব্যাহত রাখতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবো বলে আশা করছি। আমার এলাকার সর্বস্তুরের মানুষের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি জাতির জনকের সপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও দেশের মানুষের জন্য নি:স্বার্থভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            