ভুল রাজনীতির খেসারত দিয়ে বিএনপি আত্মদহনে দগ্ধ: কাদের

বিএনপি ভুল রাজনীতির খেসারত দিয়ে আত্মদহনে দগ্ধ। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও মনোজগতে তারা এখনও পরাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাকিস্তানি ভূত বিএনপির মাথা থেকে যায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শনিবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধর্না দিচ্ছে। যাদের জন্ম এবং বিকাশ ষড়যন্ত্রের মাধ্যমে তারা সে বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপারসনকে সরকার আটক করে রাখেনি। তিনি আদালতের রায়ে শাস্তি ভোগ করছেন। বরং শেখ হাসিনা তাকে বাসায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার এ বদান্যতার প্রতি তারা কৃতজ্ঞ থাকা উচিত ছিল।