যতো ষড়যন্ত্রই হোক, নৌকার বিজয় ঠেকানো যাবে না: কাদের

যতো ষড়যন্ত্রই হোক নৌকার বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৬ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কয়েকদিনের মধ্যে লোডশেডিং থাকবে না, দ্রব্যমূল্যও কমবে। আওয়ামী লীগ মরে যাবে কিন্তু জনগণের সঙ্গে বেঈমানি করবে না।
এ সময় শেখ হাসিনার ওপর ভরসা রাখতেও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালত কবরে পাঠিয়েছে। এ বিষয়ে আদালতে গিয়ে ফয়সালা করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।