মোহনপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা করা হয়েছে। বহুল প্রত্যাশিত নবগঠিত এই কমিটির সভাপতি ইসরাফিল হোসেন রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হানকে নির্বাচিত করা হয়।
গত শনিবার (১০ জুন) সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর একদিন পর সোমবার জেলা সভাপতি রোকনুজ্জামান রিন্টু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জুন ২০২৩ এর মধ্যে মোহনপুর উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সংগ্রহ সাপেক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা কমিটি পূর্নাঙ্গ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ইসরাফিল হোসেন রনি বলেন, সংগঠনের নির্দেশনামত নেতাকর্মীদের সুসংগঠিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই মোহনপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পুর্নাঙ্গ কমিটি উপহার দিতে পারবো।
পরে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি'কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত কমিটির সদস্যরা।