ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে : জি এম কাদের


৩ মে ২০২৩ ২৩:৩৩

যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। তাই নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (৩ মে) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে। নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার ঐক্যমত হওয়া জরুরি। এ জন্য সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও তাদের নির্বাচন ব্যবস্থা মোটামুটি দাঁড় করিয়েছে। অথচ, আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে। ক্ষমতায় থেকে সংবিধানের দোহাই দিয়ে সবাই নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করে। কারণ, যারা সরকারে থাকে তারা জনগণের সামনে জবাবদিহিতা করতে ভয় পায়। আবার ক্ষমতার বাইরে গেলে জনগণের ওপর ভরসা রেখে কথা বলেন। এমন মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে স্থায়ী সমাধান দরকার।