রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার অসুস্থতাকে ব্যবহার করছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার অসুস্থতাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে বাচসাস নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কারণে খালেদা জিয়া অসুস্থ হননি। বিএনপি চায় তাদের চেয়ারপারসন অসুস্থ থাকুক।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। লন্ডন থেকে তারেক রহমান চায় না বিএনপি নির্বাচনে অংশ নিক। তারেক চায় বিএনপিকে তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের বিষয়। গণমানুষের সংগঠন দাবি করলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। না হলে অস্তিত্ব হারাবে।
এ সময় তিনি বলেন, ঈদের পর সরকার পতন হবে, বিএনপির এ ধরনের হুমকিতে দলটির কর্মীরাও বিশ্বাস করে না। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে রাজনীতিতে।