ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপি ‘না’ বলার সংস্কৃতি থেকে বেরিয়ে এলে দেশ আরও আগাবে: তথ্যমন্ত্রী


১৮ মার্চ ২০২৩ ০২:৪৬

রাজনীতিতে বিরোধী কর্মসূচি থাকবেই, তবে সেটার নামে অপরাজনীতি হওয়ায় দেশের অগ্রযাত্রা ব্যহত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় তিনি বলেন, বিএনপি ‘না’ বলার সংস্কৃতি থেকে বেরিয়ে এলে দেশ আরও এগিয়ে যেতো।

শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর কাকরাইলে তথ্যভবনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ অনেক উন্নত হয়েছে বলেই আজকে পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা হয়। অথচ দেশের মিডিয়ায় শেখ হাসিনাকে নিয়ে সমোলচনা করা হয়। বিএনপি দেশের ইতিহাসকে অস্বীকার করে, খলনায়ককে তারা নায়ক বানিয়েছে। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

আইকে