হাতের দামি ঘড়িগুলো নিয়ে কাদের: একটাও পয়সা দিয়ে কেনা নয়
-2020-01-09-18-20-55.jpg)
আপনি একজন কেতাদুরস্ত মানুষ। আপনি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন। নেত্র নামের সুইডেনভিত্তিক অনলাইন পত্রিকা একটি অনুসন্ধানী নিউজ করেছে, সেখানে তারা বলতে চেয়েছে, নির্বাচনী হলফনামায় আপনি যে বার্ষিক আয়ের তথ্য দিয়েছেন তার সঙ্গে আপনি যে সাতটি দামি ঘড়ি ব্যবহার করেন তা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনার একটি ঘড়ির সঙ্গে সাদৃশ্য আছে, রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ির, যেটির দাম ২৮ লাখ ৮৬ হাজার টাকা। আলজাজিরা নিউজ করেছে যে, বাংলাদেশে ওই অনলাইন বন্ধ করে দেয়া হয়েছে-এমন প্রসঙ্গ তোলেন একজন সাংবাদিক।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা আমি আজ প্রথম শুনলাম। আমার যত ঘড়ি আছে, একটাও নিজের না, পয়সা দিয়ে কেনা নয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিককে উদ্দেশ্যে করে উদাহরণ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনি বিদেশে গেলেন, এসে আমাকে একটা ঘড়ি দিলেন; আমি নিলাম। ফর গড সেক, আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো আমার কেনা নয়। কিন্তু আমি পাই, অনেকে আমাকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে। তারা বিদেশে আছে, আসার সময় আমার জন্য একটা স্যুট নিয়ে আসে। গতকাল (বুধবার) সিঙ্গাপুর থেকে একজন তিনটা কটি বানিয়ে নিয়ে এসেছেন। এই রকম আপনি যদি নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কী করব? এটা গিফট আইটেম, এটা আমার নিজের নয়।
তিনি বলেন, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারব, আমি কোনো কন্ট্রাক্টর থেকে, আমি কোনো কন্ট্রাক্টরকে এখানে বসতেও দেই না। আমার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের বৈঠকও হয় না, যেটা হতো অতীতে। আজকাল পদোন্নতির জন্য কোনো তদবির হয় না। আমার এখানে চিফ ইঞ্জিনিয়ার নেক্সট সিনিয়র ম্যান, ১০ দিন সময় (চাকরির মেয়াদ) আছে, তাকেও আমি চিফ ইঞ্জিনিয়ার করেছি কয়েক দিন আগে। আগে তো চিফ ইঞ্জিনিয়ার পদে যাওয়া মানে হলো বিশাল ব্যাপার। এসব তো আপনারাই শুনতেন। কন্ট্রাক্টররা ইলেকশনের সময় আমাকে একটা অ্যামাউন্ট দিতে গিয়েছিল, আমি কিন্তু সরাসরি না করেছি। আমার ইলেকশনের টাকা প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। আমার কারো থেকে টাকা নিতে হয়নি।
সরকার এবং দলকে আলাদা করার জন্য অনেক মন্ত্রীকে দলের দায়িত্ব দেয়া হয়নি, তবে আপনিসসহ কয়েকজন দল ও মন্ত্রিসভায় আছেন। যারা মন্ত্রিসভায় আছেন তাদের মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন। তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেবো। আমাকে মন্ত্রীত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেবো। মন্ত্রিসভায় রদবদল ইস্যুতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম। প্রধানমন্ত্রী যেকোন সময় পরিবর্তন করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীদের দায়িত্বও তিনি পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে এ ব্যাপারে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোন খবর নেই, বলেন ওবায়দুল কাদের।
নতুনসময়/আইকে