ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


বিএনপি একটি সন্ত্রাসী দল; হাছান মাহমুদ


৯ মে ২০১৯ ০০:২৭

নতুন সময়

বিএনপি একটি সন্ত্রাসী দল। এটি আন্তর্জাতিকভাবেও প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়। এই ৩০ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা অর্জনের পর ১৯৭৫ সালে আমাদের রাজনৈতিক অবক্ষয় শুরু হয়। জিয়াউর রহমান ১৯৭৫ এর পর রাজনীতিবীদদের কেনাবেচা শুরু করে। কিছু ক্ষমতালোভী রাজনীতিবীদদের কেনাবেচার মাধ্যমে রাজনৈতিক অবক্ষয় শুরু হয়। বিভিন্ন দলের ক্ষমতালোভীদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি দল সংগঠিত করে।

তিনি আরো বলেন, বিএনপি দলে যারা নেতাকর্মী আছে তাদের অতীত ঘেটে দেখবেন তাদের বেশীর ভাগই আগে অন্যদল করত। যাদের মধ্যে চেতনা নেই। যাদের মধ্যে সাংগঠনিক আদর্শ নেই। যারা ক্ষমতা লাভের আশায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে রাজনীতিকে ব্যবহার করে। সেই রাজনীতি কার্যকর ভাবে বেশি দিন কাজ করতে পারে না। রাজনীতিতে বেশি দিন টিকে থাকতে পারে না। যারা ক্ষমতার লোভে রাজনীতি করে তারা ক্ষমতা থেকে দূরে থাকায় আজ তারা হতাশ। অনেকেই দল থেকে পদত্যাগ করেছে, করবে।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান ইংল্যান্ড থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা করে কোন লাভ হবে না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যে নেতা দুর্নীতি ও ২১ আগষ্ট গ্রেনেট হামলার দায়ে দশ বছরের সাজা প্রাপ্ত। এই ধরনের নেতৃত্তে দল এগোতে পারে না।

এছাড়াও তিনি বলেন, যারা ক্ষমতা লাভের আশায় প্রতিপক্ষের উপর হামলার জন্য জঙ্গিদের আশ্রয় নেয়। সেই দল রাজনৈতিক দল নয় এরা সন্ত্রাসী দল। বিএনপি একটি সন্ত্রাসী দল। এটি আন্তর্জাতিকভাবেও প্রতিষ্ঠিত। কানাডার আদালতেও এ ব্যাপারেও রায় দেয়া হয়েছে।

আমরা আশা করেছিলাম বিএনপির জন্মটা ভালো না হলে কর্মগুণে তারা ভালো করবে। এই ধরণের নেতৃত্ব থাকলে দল সামনে এগোতে পারে না। তাই রাজনীতিতে টিকে থাকতে হলে এবং সন্ত্রাসী দলের আখ্যা থেকে মুক্তি পেতে হলে এই ধরণের নেতৃত্বের পরিবর্তন করা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল,স্বাধীনতা পরিষদের সহ-সভাপতি শেখ নাসির আলী,বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।


নতুনসময়/রাখি/এসআই