ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


জামায়াত নতুন রুপে ফিরে আসে কিনা দেখতে হবে: ‍দিপু মনি


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৪

‘জামায়াতকে জঙ্গিবাদী সংগঠন’ দাবি করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী ও জঙ্গিবাদী ধারণাগুলোর ধারক জামায়াত। এখন এই সংগঠনটি নতুন নামে পুরনো রূপে ফিরে আসে কিনা তা দেখার বিষয়।’

জামায়াত ভিন্ন নাম ধারণ করে অতীতের ধ্যান-ধারণাকেই লালন করার অপ্রয়াস করে কিনা তাও নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিপু মনি এসব কথা বলেন।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য দেশের মানুষের কাছে ‘ক্ষমা না চাওয়ায়’ গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ জামায়াত নেতাদের আইনজীবী দলের নেতৃত্বে ছিলেন।

রাজ্জাক তার পদত্যাগপত্রের শেষ দিকে লেখেন, ‘এখন থেকে আমি নিজস্ব পেশায় আত্মনিয়োগ করতে চাই। সেই সঙ্গে ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমি সাধ্যমতো চেষ্টা করব। দেশের একজন নাগরিক হিসেবে দেশের সেবায় কাজ করে যাব। নতুন দল করার ব্যাপারে কোনো চিন্তা করছি না।’

এসময় জামায়াতের শীর্ষ আইনজীবী আব্দুর রাজ্জাকের পদত্যাগ ও তার বক্তব্যকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী।

দিপু মনি বলেন, ‘চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়ছে। এখনও পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা ভবিষ্যতে ছোটখাটো ব্যত্যয়গুলোও যেন না ঘটে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।