ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


‘জনপ্রিয় প্রার্থীরা মনোনয়ন পাবেন,মন্ত্রী-এমপির আত্মীয়রা না’


৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৭

ছবি নতুন-সময়

এমপি-মন্ত্রীর আত্মীয় হলেই উপজেলা নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রিয় এবং উইনেবল প্রার্থীদের নমিনেশন দেওয়া হবে ।

বুধবার উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনের সময় একথা বলেন তিনি।

এমপি-মন্ত্রীরা প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন বলে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আত্মীয়-স্বজন বিবেচনা করে মনোনয়ন দেওয়ার পক্ষে নন তারা। সে রকম কোনো অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ড খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কার ভাই, কার বোন, কার ছেলে সেটা বিষয় নয়।

আগামী মার্চ থেকে পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ভোট সামনে রেখে সোমবার থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যলয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে মাঠ পর্যায়ের জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে- কার জনপ্রিয়তা বেশি, কে উইনেবল। তাদেরকে আমরা নমিনেশন দেব। এমপি-মন্ত্রীরা নিজেরাই তো আছেন, আবার তাদের আত্মীয়-স্বজনদের টানবেন কেন?

তবে জনপ্রিয়তা থাকলে আত্মীয় হওয়ার কারণে কাউকে বঞ্চিত করার পক্ষে নন জানিয়ে কাদের বলেন, নির্দিষ্ট কোনো এলাকায় স্থানীয় নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন যদি কোথাও হয়েও থাকেৃ কোনো উপজেলায় নিয়ম অনুযায়ী নাম আসলে, তার জনপ্রিয়তা থাকলে তার দলের ভূমিকাটা আত্মীয়তার জন্য ঢাকা পড়বে এটা ঠিক না।