ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা ইসিতে


১ জানুয়ারী ২০১৯ ০৩:১১

ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ফলাফলের ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার) বিকেল ৩টায়।

তিনি বলেন, ফলাফল ঘোষণার পর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় নিজ কর্মস্থলে উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। ইসির মূল গেট দিয়ে তাকে কর্মস্থলে প্রবেশের সময় ফুরফুরে মেজাজে দেখা গেছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে। সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বেশির ভাগ আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ। দলটি পেয়েছে ২৫৭টি আসন। আসনপ্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানের রয়েছে জাতীয় পার্টি। লাঙল প্রতীকে দলটি পেয়েছে ২২টি আসন। এর পরের স্থানে আছে বিএনপি। বিভিন্ন সময়ে মোট চার মেয়াদে ক্ষমতায় থাকা দলটি পেয়েছে মাত্র ৫টি আসন।