ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


চট্রগ্রামে কোরিয়ান ইপিজেডে দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত


৩০ ডিসেম্বর ২০১৮ ০০:০৭

চট্রগ্রামে সড়ক দূর্ঘটনা

চট্টগ্রামের আনোয়ারায় দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত হয়েছেন। বাসে কোরিয়ান ইপিজেডে কর্মরত শ্রমিকরা ছিলেন। এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

তিনি জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।