ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সীমান্ত দিয়ে ৯৬ জনকে বাংলাদেশে পুশইন করছে বিএসএফ


৮ মে ২০২৫ ০৯:০২

সংগৃহীত

মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা। 

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ভোরে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এই ঘটনা ঘটে। 

 

আটককৃতরা হলেন– রানীশংকৈল উপজেলার ঢোলপুকুর জগদল গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে মো. আলম (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

 

৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, মাদকদ্রব্যসহ ৪ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তাদের ফিরিয়ে আনতে এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে। 

 

বাংলাদেশের সঙ্গে ভারতের ৩২টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি সীমান্ত জেলা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বাহারুল আলম।