ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


প্রতারক চক্রে সেনাবাহিনীর সতর্কবার্তা


২৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬

লোগো

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত সোমবার থেকে বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সেনা অফিসার পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা চাওয়া প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বুধবার আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা বার্তা জারি করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য একদল প্রতারক চক্র মাঠে নেমেছে। সম্প্রতি এ ধরনের কিছু অসাধু ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল অথবা তদুর্ধ্ব পদবীর অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিনিময় অর্থ চাহিদা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী কর্তৃক এ রকম কতিপয় ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতারও করেছে। ভবিষ্যতে এ সকল অসাধু ও স্বার্থন্বেষী ব্যক্তি কর্তৃক এ ধরনের অনৈতিক কার্যকলাপ পরিচালনা করার সম্ভাবনা রয়েছে।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে যথাযথ সর্তকতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ রইল।