ঢাকা শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে: আমিনুল হক


৩১ জানুয়ারী ২০২৬ ১৫:২৪

সংগৃহীত

শুধু চাঁদাবাজি-সন্ত্রাস নয়,মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। পাশাপাশি দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীদের স্বনির্ভরতায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্লবীতে সাংবাদিক কলোনিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন

 

আমিনুল হক বলেন, নিম্ন ও মাধ্যম আয়ের সকল নাগরিকদের স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা, সামাজিক মর্যাদার পাশাপাশি এলাকাজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা হবে। এছাড়া, পল্লবী ও রূপনগর থানার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা হবে।

 

এসময় ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ উপাসনালয়গুলো সংস্কার ও মেরামত করা হবে।

 

পাশাপাশি পল্লবী থানার উর্দুভাষী জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা, ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে গর্ভবতী মায়েদের সেবা দেয়া হবে বলেও জানান তিনি।