ঢাকা রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


৩০ জানুয়ারী ২০২৬ ২৩:০৪

সংগৃহীত

ঢাকার বনানীতে একটি পাঁচতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তার আগে, সন্ধ্যা ৭টা ৫মিনিটে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

তাৎক্ষণিকভাবে এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।