বগুড়ার মাটি, বিএনপির শক্ত ঘাঁটি– মানুষ এবার ভোট দিয়ে প্রমাণ করে দেখাবে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি— এটা সারা বাংলাদেশ জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।
বগুড়াবাসীর উদ্দেশে নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে দেশ ও দেশের মানুষের কাজে যেন নিয়োজিত হতে পারেন, এজন্য সবার দোয়া চান বিএনপির চেয়ারম্যান
পরে বগুড়া থেকে রংপুরে গিয়েছেন তারেক রহমান। সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং রংপুর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি।
