ঢাকা সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


ভোটের মাঠে এখনও ৪০ আসনে বিদ্রোহী প্রার্থী, কী ভাবছে বিএনপি?


১৯ জানুয়ারী ২০২৬ ১৪:২৪

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আবহও জমে উঠেছে চারদিকে। পুরোদমে প্রচারণা শুরু হবে শিগগিরই। সবশেষ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার ভোটের মাঠে অন্যতম ফেভারিট। তবে দলটির দুশ্চিন্তা হয়ে আবির্ভাব ঘটেছে বিদ্রোহী প্রার্থী ইস্যু। এরকম অনেকে সরে দাঁড়ালেও, এখনও ৪০টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধ-শতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন।

 

এরইমধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন ইস্যু গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা। তবে, বিএনপির নেতারা বলছেন, ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা। অপরদিকে, আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিন আসনের নেতারা।

 

মূলত, তফসিলের পর আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহীরা। দলটির হিসাবে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত ৫২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯১ জন। যাদের বেশির ভাগই দলের পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা।

 

বিদ্রোহী ঠেকাতে ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিস্কার করা হয় ১০ নেতাকে। কিন্তু তাতেও মেলেনি সুফল। শেষমেষ সরাসরি হস্তক্ষেপ করতে হয়, দলীয় প্রধান তারেক রহমানকে। বেশকিছু দিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে, এরমধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত ১০ জন।