মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে ব্যস্ত সারাদেশের প্রার্থী-সমর্থকরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা।
বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরম জমা দেন দলটির নেতাকর্মীরা। এসময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। নেতারা আরও জানান, চেয়ারপারসনের অসুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে গাবতলী উপজেলা বিএনপি'র সভাপতি মোর্শেদ মিল্টনের।
ফেনী-১ আসনেও আজ খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হবে। এই আসনটিতেও বিকল্প প্রার্থী রাখার কথা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। দিনাজপুর-৩ আসনে গতকাল বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। আজ বিকল্প প্রার্থী হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।
বগুড়া-৬ আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরম জমা দেন নেতাকর্মীরা। এসময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হওয়ায় কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটাররাও উচ্ছ্বসিত। বিপুল ভোটের ব্যবধানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবে বলে আশাবাদ জানান তারা।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মননোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে, সকাল থেকেই বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা। সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকেই শুরু হবে প্রচার-প্রচারণা। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি।
এ ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে ব্যস্ত সময় পার করছেন সারাদেশের অন্যান্য আসনের প্রার্থী ও সমর্থকরা।
