ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


এই এনসিপির অংশ আমি হচ্ছি না: মাহফুজ


২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩০

সংগৃহীত

জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, এই এনসিপির অংশ আমি হচ্ছি না। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এনসিপির নির্বাচনী সমঝোতার জোটে যাওয়ার ঘোষণার পর তিনি এ ঘোষণা দেন।

 

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। 

 

আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।

 

জামায়াত-এনসিপি জোটের হয়ে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে মাহফুজ লিখেছেনন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।

 

দেশে একটি শীতল যুদ্ধ চলছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখবো। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে।

 

মাহফুজ আলমের সঙ্গে কেউ যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। লিখেছেন, নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ/ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। 

 

এদিকে, এনসিপির আহ্বয়াক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং দলগুলো একসঙ্গে নির্বাচন অংশ নেবে।

 

এর আগে আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান জানান, জামায়াতসহ ৮ দলের নির্বাচনী জোটের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হচ্ছে।