চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও ডিবি।
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
এক পর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এ সময় দ্রুত ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
