বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১,৯২১ জন
পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার হয়েছে ১ হাজার ৯২১ জন।
বুধবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৫২৩ জন ও ডেভিল হান্ট ফেইজ-২ এ গ্রেফতার ১ হাজার ৩৯৮ জন।
অভিযানে একটি তাজা বুলেট, একটি ফায়ারকৃত গুলি, একটি পিস্তল, পাঁচটি দেশীয় অস্ত্র, তিনটি ছোরা, একটি সামুরাই, একটি একনলা বন্ধুক, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ, নয়টি ককটেল বোমা, এক রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ককটেল বোমা, একটি বার্মিজ চাকু ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
