ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


'নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ


১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৪

সংগৃহীত

নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে রুল অফ ল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচনের আগে পেশাজীবী ও বিশিষ্টজনদের সাথে আলোচনায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

 

তারেক রহমান জানান, ঢাকায় ২ কোটি মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য বিভিন্ন ধরনের গণপরিবহণ ব্যবস্থা করা প্রয়োজন। অনুষ্ঠানে ঢাকার যানজট, ভূ-গর্ভস্থ পানির স্তর, পানির সংকট নিরসনে বিশেষজ্ঞদের পরামর্শ চান তিনি। 

 

এছাড়া, দেশে ১ লক্ষ হেলথ কেয়ারার নিয়োগের কথাও জানান তারেক রহমান। এ সময়, পরিকল্পনার কাজগুলো করতে শক্তিশালী ম্যান্ডেট প্রয়োজন, যার জন্য জনসমর্থন প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।