ঢাকা সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২


ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান


৮ ডিসেম্বর ২০২৫ ১৪:০২

সংগৃহীত

নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

 

ট্রাইব্যুনালের তলবে আজ হাজির হয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন।

 

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

 

এর আগে বেলা ১১টার পর আইনজীবীদের বহর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির এই নেতা।

 

পরে ক্ষমা চেয়ে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, ‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।’

 

এসময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না।’

 

আদালতে ফজলুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ বিএনপির অন্যান্য আইনজীবী। 

 

অন্যদিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। এ সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ আনে প্রসিকিউশন। যেখানে গত ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

 

গত ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে ফজলুর রহমানকে হাজিরের নির্দেশ দিয়ে ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

 

আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।