ঢাকা সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী


৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। ৬১ বয়সী এই গায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়,কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না দুই বাংলার এই নন্দিত সংগীতশিল্পীর। রোববার (৭ ডিসেম্বর) শারীরিক অসুস্থতার কারণে আসানসোলে শো বাতিল করেছেন তিনি। এছাড়াও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।

 

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়। এরপর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে।

 

এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।