ঢাকা শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সুযোগ দেবেন না: উপদেষ্টা ফাওজুল


৬ ডিসেম্বর ২০২৫ ২০:২২

সংগৃহীত

যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত চায়, তাদের সুযোগ দেবেন না। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন, যে বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।  

 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বিগত সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হওয়া পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত ৯ কিলোমিটার ৬ লেনের এই আধুনিক সড়কটি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমদে (নেভাল সিরাজ) -এর নামে উৎসর্গ করা হয়। ভিন্ন মতানৈক্যের কারণেই নেভাল সিরাজের মতো দেশপ্রেমিককে খুন হতে হয়েছিল। দেশে লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। বাদ যায়নি শৌচাগারও। সে সব নামকরণ জনগণ মুছে দিয়েছে। তাই আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অপকর্ম শুধরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসবো।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউল হকের সভাপতিত্বে নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ আরও অনেকে। 

 

এ সময় উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করে দীর্ঘস্থায়ী করতে চাই না। এভাবে পরস্পরের মধ্যে লেগে থাকলে পেছনেই টানতে থাকবে, মুক্তি মিলবে না। ঐক্যবদ্ধ হলেই কালোছায়া মুক্ত হওয়া যাবে।